এশিয়া কাপ-বিশ্বকাপে ভালো করতে চান সাকিব

রবিউল ইসলাম
২২ অগাস্ট ২০২৩

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপ। এ টুর্নামেন্ট অংশ নেওয়া সব দলই শিরোপা ঘরে তুলতে কৌশল আটতে ব্যস্ত। ইতোমধ্যে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে স্ব স্ব দল। বাংলাদেশও পিছিয়ে নেই। চমক রেখে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

দলনেতা হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা তার ১৭ বছরের। সেই অভিজ্ঞতা এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বড় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।  

 

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পণা নিয়ে আলাপ করেছেন সাকিব।

 

 

সাকিব বলেছেন, ‘সামনে যে বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে ওইখানে সারাদেশের ক্রিকেট ভক্তদের সাপোর্ট থাকবে বলে আশা করি। আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ, বাকিটা পরে দেখা যাবে।’

 

আর সপ্তাহখানেক পরে এশিয়া কাপ। আর ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে গড়াবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। এ দুই বড় আসরে সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। এ বিশ্বকাপের পরে আগামী বিশ্বকাপে সাকিবকে আর হয়ত দেখা যাবে না। শেষ বিশ্বকাপটা তাই ভালোভাবে রাঙাতে চান সাকিব।

 

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর