কোরআন অবমাননা ও পোড়ানোর চেষ্টা প্রতিহত করতে যাওয়ায় এক নারীকে আটক করেছে
সুইডেনের পুলিশ। যেই বাক ও মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে দেশটির সরকার ধর্মীয় গ্রন্থ
অবমাননার অনুমতি দিয়ে থাকে। এবার এই ঘটনায় সেই নৈতিক অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে উঠল।
খবর মিডল ইস্ট মিনটরের।
মিডলইস্ট জানিয়েছে, গত সপ্তাহে ইরাক থেকে আসা শরণার্থী সালওয়ান মোমিকা জনসমক্ষে
কোরআন পুড়িয়ে দিয়েছেন। ডেনমার্কের মতো অন্যান্য নর্ডিক দেশগুলোতে সম্প্রতি কোরআন পোড়ানোর
বেশ কয়েকটি ঘটনার সর্বশেষ নজির এটি।
সোশ্যাল মিডিয়ায়স এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একজন নারী
মোমিকার দিকে ছুটে যাচ্ছেন। একটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করছেন তিনি। এ সময়
পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে।
পুলিশের মুখপাত্র টাওয়ে হ্যাগ জানিয়েছেন, ওই নারীর পরিচয় পুলিশ এখনো জানে
না। জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণ করার সন্দেহভাজন
হিসেবে তাকে আটক করা হয়েছে।
আরআই