মন্তব্য
জামায়াতের বিক্ষোভ
পঞ্চগড়ে বুধবার (২৩ আগস্ট) সকালে জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলের সদ্য প্রয়াত কেন্দ্রীয় নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। উপস্থিত ও বক্তব্য দেন- জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, সাবেক জেলা আমীর মাওঃ আব্দুল খালেক, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল ইসলাম, জেলা শিবিরের সভাপতি জুলফিকার আলী প্রমূখ।
বিডি/মো.সম্রাট হোসাইন/সি/এমকে
পঞ্চগড়।