নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য প্রয়াত নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার নামাজে বাধা গায়েবে জানাজায় পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নীলফারামী জেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ আগস্ট) সকালে নীলফামারী সদরে জেলা জামায়াতের নায়েবে আমীর . খাইরুল আনাম এবং সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর নিয়ে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ . খাইরুল আনাম প্রমুখ।

এদিকে দেশব্যাপী দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলার ছয় উপজেলাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে  জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে নীলফামারীর জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের জেলার নেতারা।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর