সাতক্ষীরায় নিজের বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে শেখ আব্দুস সালাম (৫০) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার থানাঘাটা এলাকার শেখপাড়ায় ঘটনাটি ঘটে।
আব্দুস সালাম একই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটা জানা যায়নি।
আব্দুস সালামের ভগ্নিপতি মহসীন হোসেন বলেন, রাত ৯ টার দিকে সালামের মোবাইলে ‘কল’ আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে কিছুদুরে তার ওপর হামলা করা হয়। এ সময় সালামের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চুকনগর নামকস্থানে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে