মন্তব্য
নিজেদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে সাতক্ষীরা পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
ময়লার গাড়ী নিয়ে বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সামান্য বেতনে আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে, তাহলে এ দ্রব্যমূল্যর বাজারে আমরা চলবো কিভাবে। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।
বক্তব্য দেন- পৌরসভার সুইপার ইউনিয়নের সহসভাপতি নুজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সদস্য গণেশ মন্ডল, তরিকুল ইসলাম প্রমুখ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে