সাতক্ষীরায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

নিজেদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে সাতক্ষীরা পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

ময়লার গাড়ী নিয়ে বুধবার (২৩ আগস্ট)  সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সামান্য বেতনে আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে, তাহলে দ্রব্যমূল্যর বাজারে আমরা চলবো কিভাবে। বকেয়া বেতন পরিশোধ না  করা পর্যন্ত   কর্মসূচি চলবে বলে জানান তারা।

বক্তব্য দেন- পৌরসভার সুইপার ইউনিয়নের সহসভাপতি নুজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সদস্য গণেশ মন্ডল, তরিকুল ইসলাম প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর