শাক তোলার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

নিজেদের বাড়ির সামনে শাক তোলার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন মারুফা খাতুন নামের এক গৃহবধূ। বুধবার (২৩ আগস্ট) সকালে পাবনার চাটমোহরে বৃষ্টিপাতের সময় হরিপুর মসজিদপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

পা পিছলে পড়ে যাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে বিদ্যুৎ সরবরাহের ড্রপ তার ধরলে বিদ্যুতায়িত হন তিনি। মারুফা খাতুন হরিপুর মসজিদপাড়া গ্রামের বাসিন্দা মিনারুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, নিজেদের খাবারের জন্য বৃষ্টির মধ্যে কিছুটা ভিজেই শাক তুলছিলেন মারুফা খাতুন। কাদার কারণে এ সময় হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিলেন তিনি। তখন পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে কিছুটা নুয়ে পড়া  ড্রপ তারটি ধরেন। ড্রপ তারটিতে লিকেজ ছিল বলে ধারণা করা হচ্ছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর