নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর অযুহাতে প্রায় ৪৫ বয়সী এক নারীকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ কথিত কবিরাজ লিয়াকত শাহ (৬৫) কে গ্রেফতার করেছে।
লিয়াকত শাহ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। বুধবার আদালতে তাকে সোর্পদ করা হয়েছে। তার আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্বামী।
এজাহারের বরাত দিয়ে রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ওই নারী গত ১৫ আগস্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকে। এ অবস্থায় ঝাড়-ফুঁক দিয়ে ‘চিকিৎসা’ করানোর জন্য তার পরিবারের লোকজন লিয়াকত শাহকে ডেকে নিয়ে আসেন।
লিয়াকত শাহ ওই নারীকে দেখে জানান, তার ওপর জ্বীনে আছর করেছে। আর জ্বীন তাড়ানোর জন্য বাঁশের লাঠি দিয়ে তার হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করেন লিয়াকত।
মারপিটের ফলে ওই নারী গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি/সি/এমকে