নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে নাহিদ পারভেজ (২৮) নামের একজনকে ১১ মাস বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ অর্থ অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম জেল খাটতে হবে তাকে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন। নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক সেবন করছিল নাহিদ। মাদকে আসক্ত হওয়ার পর পরিবারের লোকজনের ওপর নানা অত্যাচার করতো সে। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় নাহিদকে আটক করা হয়। এ সময় নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করায় কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/সি/এমকে