ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ফলে একই ভিসায়
পুরো সৌদি আরব ঘোরার সুযোগ পাবে বাংলাদেশিরা। বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল
হক খানের সাথে বৈঠকের পর সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।
ফলে এ ভিসায় গিয়ে ওমরাহ করা ছাড়াও বাংলাদেশিরা পুরো সৌদি আরব ঘুরতে পারবেন
বলে জানিয়েছেন সচিবালয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়ার
সঙ্গে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আল-রাবিয়াহ বলেন, বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে
আমরা এখানে এসেছি। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যে
কেউ মক্কা, মদিনাসহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন।
তিনি বলেন, আমি প্রতিটি বাংলাদেশি নাগরিককে নিশ্চিত করতে চাই, তারা ওমরাহ
করতে গিয়ে সেখানে যেকোনো জায়গায় যেতে পারবেন। এখন নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও
মদিনায় যেতে পারবেন।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অন্য দেশে যাওয়ার পথে সৌদি আরবে
গিয়ে বাংলাদেশিরা চারদিন থাকার সুযোগ পাবেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে
যেতে পারবেন।
ফরিদুল হক খান বলেন, সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক
সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনো এমন আলোচনা হয়নি।
এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে
এতো সুন্দর আলোচনা হবে।
তিনি বলেন, এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান
করেন। এই ফলপ্রসূ আলোচনার জন্য আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এই দুই দেশের পারস্পরিক
বন্ধন আরও দৃঢ় হবে।
আরআই