নারীদের ম্যাচ ফি পুরুষদের সমান করছে দক্ষিণ আফ্রিকা

রবি
২৩ অগাস্ট ২০২৩

পুরুষের সাথে সমান তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেটও। তবে বিভিন্ন দেশে ম্যাচ ফিতে নারী-পুরুষে ম্যাচ ফিতে বৈষম্য রয়েছে। পুরুষের তুলনায় কম ম্যাচ ফি পান নারীরা। ক্রিকেট খেলুড়ে দেশে এমন রীতি চলে আসছে। তবেসে রীতি ভেঙে নারী-পুরুষের সমান ম্যাচ ফির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ এর দলগুলোর সাথে নারী ক্রিকেটারদের ক্যাম্প করানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী মৌসুমে নারীদের প্রদর্শনী ম্যাচ আয়োজন এবং তার পরের মৌসুমে নারীদের এসএ-২০ আয়োজন করার চিন্তাভাবনা করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

 

এসব কথা মাথায় রেখে, আগে নারীদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বোর্ড। সেপ্টেম্বর থেকেই ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা। আগামী মাসে প্রোটিয়া নারী দল পাকিস্তানে সফর করবে সিরিজ খেলার জন্য। এ সফরেই নারীদের ম্যাচ ফি সমান করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

 

ফেব্রুয়ারিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টটির ফাইনালেও খেলেছিল প্রোটিয়া নারীরা। যার কারণে ক্রিকেট বিশ্বে বেশ নজর কেড়েছে তারা। এরপর ঘরোয়া নারী ক্রিকেটকে নিয়ে এক নতুন প্রকল্প নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

 

 

আরও পড়ুন: বাংলাদেশে সে বিতর্কিত ঘটনায় অনুতাপ নেই হারমানপ্রীতের

 

 


মন্তব্য
জেলার খবর