নওগাঁয় অটোরিকশাচালক হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সহযোগীসহ গ্রেফতার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

 নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নাহিদ হোসেন ও তার সহযোগী তুহিন হোসেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) ভোরে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাহিদ হোসেন এ হত্যাকান্ডের মাস্টারমাইন্ড।

র‌্যাব- এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য  জানিয়েছেন।

নাহিদ হোসেন (১৯) নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকার মজিবর রহমানের ছেলে তুহিন (২০) পত্নীতলা উপজেলার শিবপুর এলাকার কবির হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীরামুপুর এলাকার অটোরিকশার চালক গোলাম রাব্বানীর লাশ গত ১৮ আগস্ট জেলার মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ১৪ আগস্ট সকালে নিজের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। তারপর থেকে নিখোঁজ ছিলেন।

গোলাম রাব্বানী নিখোঁজের পর স্থানীয় জিগাতলা ব্রাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একই এলাকার নাহিদ তুহিনকে অটোরিকশায় নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছেন গোলাম রাব্বানী।

এ ঘটনায় ১৭ আগস্ট গোলাম রাব্বানীর বাবা মান্দা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার  পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যব-১৪ টাংগাইল নাহিদ তুহিনকে গ্রেফতার করে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর