আবারও মেয়ের মা হলেন সেরেনা

রবিউল ইসলাম
২৩ অগাস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস আবারও মা হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। এটি তার দ্বিতীয় সন্তান।

 

সেরেনার প্রথম সন্তান মেয়ে। দ্বিতীয় বার আবারও মেয়ে হলো। নতুন সন্তানের নাম রেখেছেন আদিরা রিভার ওহানিয়ান। সেরেনার বড় মেয়ের নাম অলিম্পিয়া ওহানিয়ান।

 

নতুন সন্তান জন্মের পর সেরেনার স্বামী অ্যালেক্সিস লিখেছেন, ‘আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ। মা ও সদ্যোজাত মেয়ে দুজনেই সুস্থ আছে।’

 

দীর্ঘ টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন গত বছর। বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা। টেনিস ছেড়ে পুরোপুরি পরিবার গোছানোয় মন দেন তিনি। এ বছরের মে মাসে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর জানান সেরেনা।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর