পঞ্চগড়ে শোক র্যালী ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সভা শেষে দোয়া হয়।
পৌর আওয়ামী লীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.নুরুল ইসলাম সুজন এবং পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহসভাপতি আবু তোয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল প্রমূখ।
বিডি/মো.সম্রাট হোসাইন/সি/এমকে