স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। হাসপাতালে
অনেক রোগী। এ পর্যন্ত মারা গেছেন ৫০০ জন। আক্রান্ত হয়েছে ১ লাখের বেশি মানুষ। এ অবস্থায়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা মারার কার্যক্রম জোরদার করতে হবে। তবে ভেজাল ওষুধ ব্যবহার না
করে, কার্যকর ওষুধ ব্যবহার করতে হবে।’
বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধি
দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী আর বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় প্রায় ৫ বিলিয়ন
ডলার দেয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। এরইমধ্যে আরবান হেলথ কেয়ার এবং রোহিঙ্গাদের
স্বাস্থ্যসেবার উন্নয়নে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে সংস্থাটি।
এছাড়া ডেঙ্গুর ভ্যাকসিন তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস বিশ্বব্যাংকের
প্রতিনিধি দল দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরআই