নীলফামারীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

নীলফামারী প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

নীলফামারীর সদর উপজেলায় জামায়াত ইসলামী ছাত্রশিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। থানা এলাকায় নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে  বুধবার (২৩ আগস্ট) তাদের আটক করা হয়েছে।

এদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাও রয়েছে।  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহম্মাদ শাহরিয়ার।

আটককৃত হলেন- উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তার পাড়া গ্রামে আবুজার রহমান (৫২), পঞ্চ পুকুর ইউনিয়নের হাবেরতল গ্রামের আলী হোসেন (৪৫), চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সেরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭) মমিনুর রহমান (৫৪) এবং বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭)

এদিকে জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল একজন জানান, স্থানীয় দারোয়ানী টেক্সটাইল মোড়ে বিক্ষোভ মিছিলে আসার পথে বাবরীঝাড় নামক এলাকা থেকে সাত জনকে আটক করে পুলিশ। এর বাইরে দু’জনকে বাড়ি থেকে আটক করা হয়েছে।

ওসি খান মোহম্মাদ শাহরিয়ার বলেন, বিক্ষোভের বিষয়ে আমাদের জানা নেই। শহর তারা কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের ৯ জন নেতাকর্মীকে আটক করছি।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর