null
নিজেদের বাড়ির সামনে রাস্তার ধারে খেলার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত সানজিদা খাতুন (৩) নামে এক শিশু মারা গেছে। বুধবার (২৩আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে একইদিন দুপুরে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কে কাপসন্ডা গ্রামের গাজী বাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে। সানজিদা কাপসন্ডা গ্রামেরই বাসিন্দা শাহিন গাজীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সানজিদা ওই মোড়ে খেলা করছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরত্বর আহত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে