সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৪

সিলেট প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৩টি রাম দা, ১টি চাকু, নাইলনের রশি, ১টি হাতুড়ি, রোল মোটা স্কচটে, কাপড়ের ৫টি মুখোশ এবং ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে বন্দরবাজার এলাকায় পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের ভেতর থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলো- আক্তার হোসেন (৩৩), দিদার হোসেন (৩২), সোনা মিয়া (২৬) নজরুল (২২)

 

পুলিশ জানান, কোয়ার্টারের ভেতরে কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে সমবেশ হয়েছে ও প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা / জন পালিয়ে যায়।

 

কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এসআই খন্দকার জাফর ইমাম বাদি হয়ে আটককৃত চারজনসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের  আদালতে পাঠানো হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

 

বিডি/ সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর