ত্বকের যত্নে টোনার খুব কার্যকরী। ক্লিনজিংয়ের পর এবং ময়শ্চারাইজিংয়ের আগে
টোনিং খুব গুরুত্বপূর্ণ। উপকারী এই তরল ত্বকে ঠিক ম্যাজিকের মতো কাজ করে। দিনে ২ বার
টোনার ব্যবহার করা উচিত। একবার সকালে আর একবার রাতে ঘুমানোর আগে। এটি ত্বককে সতেজ রাখে।
আপনি চাইলে বাজারের নামীদামী টোনার না কিনে ঘরেও প্রাকৃতিক টোনার তৈরি করে নিতে পারেন।
কয়েক মিনিট পুদিনা পাতা ফুটন্ত পানিতে সেদ্ধ করুন। চুলা নিভিয়ে পানিটুকু
আলাদা করে ঠাণ্ডা হতে দিন। মুখবন্ধ বয়ামে ভোরে ফ্রিজে রেখে দিন দ্রবণটি। তুলার বল দ্রবণে
ভিজিয়ে নিংড়ে মুছে নিন ত্বক।
আবার ১ কাপ গোলাপজলে ২ টুকরা কর্পূর গুঁড়া করে মেশান। দ্রবণটি স্প্রে বোতলে
ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। রাতে তুলা ভিজিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে।
এছাড়া গ্রিন টি ও আপেল সিডার ভিনেগার একটি বোতলে নিয়ে ভালো করে ঝাঁকান।
প্রাকৃতিক টোনার হিসেবে দুই সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এটি। তবে ঠান্ডা
স্থানে সংরক্ষণ করু