তিন দিন পরে বৃষ্টি আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
২৩ অগাস্ট ২০২৩

null

 

দেশের আট বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে। তিন দিন পরে  বৃষ্টি আরও বাড়তে পারে। বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরকে ১ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনার অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। দেশের কোথাও কোথাও সম্ভাবনা আছে মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর