দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। মশাবাহিত এ জ্বরটিতে সারাদেশে এ বছর
৫০৬ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ঢাকা শহরে ৩৭৪ জন এবং ঢাকা শহরের বাইরে ১৩২ জন। এদিকে
গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল
রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট
এক লাখ ছয় হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা শহরে ৫১ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার
৪০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ।
হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
আরআই