ডোমারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সদ্য প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজে বাধা গায়েবে জানাজায় পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ডোমার উপজেলা জামায়াতে ইসলামী

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডোমার রেলগেট থেকে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন ডোমার উপজেলা জামায়াতের ইসলামীর শূরা কর্মপরিষদ সদস্য মো. আবুল কাসেম। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বনোয়ারীর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা হাফেজ আব্দুল হক, আবু বকর সিদ্দিক, নুর কামাল, রবিউল ইসলাম প্রমুখ।

এদিকে উপজেলা জামায়াতের নেতারা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচী শেষ হওয়ার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানের নামে নেতাকর্মীদের হয়রানি করছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান জামায়াতের জেলা নেতারা।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর