পর্যবেক্ষকদের জন্য যুগোপযোগী নীতিমালা করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৩

null

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা যুগোপযোগী (গাইডলাইন) করছে নির্বাচন কমিশন। গাইডলাইন পর্যবেক্ষকদের জন্য সহায়ক হবে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গাইডলাইনটি চূড়ান্ত হবে।

 

বুধবার (২৩ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পাঁচ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। গাইডলাইনে ২১ টি নির্দেশনা থাকবে। চুড়ান্ত এ গাইডলাইন পর্যবেক্ষকদের মানতে হবে।

অশোক কুমার বলেন, বিদেশি পর্যবেক্ষকদের গাইডলাইন নিয়ে সামনে আরও বৈঠক হবে। গাইডলাইন চুড়ান্ত করার আগে গাইডলাইনের খসড়া কমিশন অনুমোদন করবে।

পাঁচ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা, বিদেশি পর্যবেক্ষকদের যন্ত্রপাতি আনা কর অব্যাহতির বিষয় নিয়ে বৈঠকে অংশীজনদের কাছে থেকে মতামত নেয় ইসি। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর, তথ্য সম্প্রচারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে।

 

প্রসঙ্গত, এর আগে দশম একাদশ  জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি ইইউ যুক্তরাষ্ট্র। দেশি ৮১টি পর্যবেক্ষক প্রতিষ্ঠান একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে। এর বাইরে ফেমবোসা, এএইএ, ওআইসি কমনওয়েল্থ মিলে ৩৮ জন পর্যবেক্ষক, বিভিন্ন বিদেশি মিশনের ৬৪ জন কর্মকর্তা এবং দূতাবাস বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন  নির্বাচন পর্যবেক্ষণ করে। দশম সংসদ নির্বাচনে মাত্র জন বিদেশি এবং স্থানীয় ৩৫টি সংস্থা ভোট পর্যবেক্ষণ করে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর