চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের কাপ্তাইয়ে বন্য হাতির পায়ে পৃষ্ট এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টার দিকে কাপ্তাই- আসামবস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া পর্যটকের নাম অভিষেক পাল । তিনি ফেনীর মাস্টারপাড়া এলাকার সুধাংশু পালের ছেলে, ঢাকাস্থ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অভিষেক পালের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন, অভিষেকসহ তারা ৬ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিক্সায় কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে ২টি বন্যহাতির মুখোমুখি হয় তারা। এই সময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতির পায়ে পিষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন।
ডিকেটি/এমকে