এখনো মুক্তির অপেক্ষায় ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ
খানের এই সিনেমাটি। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছে। এছাড়া
আমেরিকাতেও এই ছবি এক মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হয়। আর তাই তো সিনেমা মুক্তির
আগেই ‘জওয়ান’-এর ঘরে ঢুকেছে কোটি টাকা।
‘জওয়ান’ ছবিতে শাহরুখ হিরো না ভিলেন? সেই নিয়েও দ্বিধা-দ্বন্দ্বে আছে সকলে।
তাই ছবি ঘিরে শাহরুখ খানের ভক্তদের পাগলামির রেশ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে
পড়ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে জানা যায়, আমেরিকায় ৩৬৭ জায়গায় মোট
১৬০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ইতোমধ্যেই প্রথম দিনের শোয়ের জন্য বিক্রি
হয়েছে ৯৭০০-র বেশি টিকিট। অগ্রিম বুকিং থেকে ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে প্রায় ১ কোটি
২০ লাখ টাকা।
সেপ্টেম্বরে ছবি মুক্তির আগে সেই অঙ্ক ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা
করা হচ্ছে।
বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে ব্লকবাস্টার সাফল্য পেয়েছেন শাহরুখ। দেশ
ও বিদেশ মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে পাঠান।
আর ‘পাঠান’-এর সাফল্যের পর তার আরেকটি সিনেমা মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
অ্যাটলি পরিচালিত এই ছবি বিদেশে পরিবেশনায় দায়িত্ব নিয়েছে যশরাজ ফিল্মস। ছবিতে শাহরুখ
ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি, বলিউড অভিনেত্রী সান্য মলহোত্রা।