‘আদিপুরুষ’ সিনেমার থেকে কম খরচে চাঁদে অবতরণে সফল ভারত

রবিউল ইসলাম
২৪ অগাস্ট ২০২৩

ভারতের বিগবাজেটের সিনেমাআদিপুরুষ। যাতে অত্যাধুনিক সিজিআই-এর কাজ থাকায় এই সিনেমা নির্মাণে পিছনে খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। আর সম্প্রতি ভারতের চাঁদে চন্দ্রযান -এর সফল অবতরণ করতে খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা।

 

যাআদিপুরুষ’-এর বাজেটের থেকে প্রায় ১০০ কোটি কম! ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) আগের দুই চন্দ্রাভিযানের থেকেও কম খরচে দেশের ঝুলিতে এসেছে এই অবিস্মরণীয় সাফল্য। তাতেই চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়।আদিপুরুষতৈরি করে ৭০০ কোটি টাকা যে জলে দিয়েছেন ছবির নির্মাতারা, তা নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে সমাজিক যোগাযোগমাধ্যমে।

 

অনেকেই বলছে, ‘‘স্বঘোষিত তারকাদের পিছনে এত টাকা খরচ না করে বিজ্ঞানীদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হলেই দেশ অগ্রগতির পথে এগোবে।’’ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘‘কেন যে দেশে নায়ক-নায়িকাদের এত বেশি গুরুত্ব দেওয়া হয়! সমাজের আসলহিরোরাই তাতে পাত্তা পান না।’’ নেটিজেনদের একটা বড় অংশের মতে, ‘‘অভিনেতা-অভিনেত্রীদের ছেড়ে দেশের বিজ্ঞানীদেরসুপারস্টারতকমা দেওয়া উচিত।’’

 

ওম রাউতের পরিচালনায় চলতি বছরে মুক্তি পাওয়া অন্যতম বড় বাজেটের ছবিআদিপুরুষ প্রভাস কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৭০০ কোটি টাকা। গল্পের বাঁধন যত না আঁটোসাঁটো, তার থেকে বেশি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল এতে। বড় বাজেটের ছবি, তার উপরে ছবির মুখ প্রভাসের মতো এক সর্বভারতীয় তারকা। ছবির বক্স অফিস ব্যবসা নিয়ে নির্মাতাদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সেই প্রত্যাশা একেবাড়ে মুখখুবড়ে পড়ে বক্স অফিসে। বক্স অফিসে ভরাডুবি হয়েছেআদিপুরুষ’-এর। দেশে টেনেটুনে ৩০০ কোটির ব্যবসাও করতে পারেনি প্রভাসের বিগ বাজেটের এই সিনেমাটি।

 

দিকে ২৩ অগস্ট চাঁদের পা রেখেছে ভারত। চাঁদের দক্ষিণ প্রান্তে চন্দ্রযান -এর সফল অবতরণের মাধ্যমে গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকে। অথচ মিশনের বাজেটের অঙ্ক মাত্র ৬১৫ কোটি টাকা।

 

চন্দ্রযান -এর চাঁদের অবতরণের মাত্র এক দিন আগেই রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি এক জায়গায় নামতে গিয়ে ভেঙে পড়ে। সেই লুনা-২৫ অভিযানে খরচ হয়েছিল প্রায় ১৬০০ কোটি টাকা। যা ভারতের চন্দ্রযান- অভিযানের দ্বিগুণেরও বেশি।


মন্তব্য
জেলার খবর