রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ড্রোন হামলা
হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবায়নিন। রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন,
ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়।
পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়।
শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলের মোযহিস্ক এবং কিমকি
জেলায় আরও দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।
এসব হামলায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। কারা এ হামলা চালিয়েছে, তাও পরিষ্কার
নয়।
রাশিয়ার কর্মকর্তা দাবি করেছেন, "এটা হচ্ছে কিয়েভের ক্ষমতাসীনদের আরেক
দফা সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা।"
বুধবারও মস্কোর সকল বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এর
আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার
এটি ষষ্ঠ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল,
বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয়। এরপর ওই ভবনে সেটা বিধ্বস্ত
হয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাটিতে ড্রোন
হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ তু-২২ ধ্বংস হয়ে গেছে। সেই সময়েও
আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া।
বিবিসি/আরআই