মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি
চাঁদের বুকে অবতরণ বা ‘সফট ল্যান্ডিং’য়ের প্রথম লক্ষ্য সফলভাবে অর্জন করছে, যা
ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দিল।
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এ গৌরব অর্জন করল। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের
দিক থেকে তারাই হলো প্রথম দেশ।
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে
চন্দ্রযান-থ্রির এই যাত্রা শুরু হয়েছিল।
ভারত সন্ধ্যা ছ’টা বাজার মিনিটকয়েক পরই সেই সফট ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হওয়ার ঘোষণা
হতেই সারাদেশ উল্লাসে ফেটে পড়ে। রাস্তায় রাস্তায় আতসবাজি ফাটানো এবং মিষ্টি বিলি করা
শুরু হয়ে যায়। অনেকেই তেরঙ্গা জাতীয় পতাকা নাড়াতে শুরু করে দেন।
দক্ষিণ অফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীও এদিন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইসরো-র মিশন সেন্টারে চন্দ্রযান অভিযানের সঙ্গে
যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
সফট ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী ইসরোর বিজ্ঞানীদের
অভিনন্দন জানান এবং বলেন “এ মুহুর্তটি হলো নতুন ভারতের নতুন উড়ান!”
বিবিসি/আরআই