পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ২শ পিস চায়না দুয়ারি জাল ও ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। স্থানীয় বিল খলিশাগাড়ি ও বোয়ালমারী এবং ডাকাতের ভিটা এলাকা থেকে এসব জাল আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন। পুড়িয়ে ফেলা জালগুলোর বাজার দর আনুমানিক ১০ লক্ষাধিক টাকা।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জালগুলো জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।
প্রাপ্ত তথ্য বলছে, উপজেলার বিভিন্ন নদী ও বিলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এসব মাছ গ্রামের বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে উপজেলা সদরের দুই বাজারে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে। বেচাকেনায় কোনো বাধা না থাকায়, নদী ও বিলের মাছ হিসেবে দাম বেশি পাওয়ায় মাছ ধরতে উদ্বুদ্ধ হচ্ছে জেলেরা। কারেন্ট ও চায়না দুয়ারি জালে বেশি সর্বনাশ হচ্ছে মাছের পোনার।
বিডি/সি/এমকে