সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক-৪

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৩

সাতক্ষীরায় আলাদা দুই স্থান থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ’ গ্রাম  গাঁজা এবং ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এসময় ভারতীয় দুই নাগরিকসহ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ২ লাখ ৭২ হাজার টাকা।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সামীন্তবর্তী বৈকারী ভাদড়া এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে ও বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর রাতে লাবসা ইউনিয়নের দেবনগর এলাকা থেকে মদসহ দু’জকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর এলাকার শওকত আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬),  খুলনা জেলার পাইকগাছা এলাকার কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৪), ভারতের চব্বিশ পরগনা জেলার বশির হাট এলাকার রব্বানী সরদারের ছেলে ফিরোজ সরদার রাজু (৩০) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)। প্রথম দু’জনের কাছে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ব্যাপারে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে  আসামীদের আদালতে পাঠানো  হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর