লেনদেন কমেছে দুই পুঁজিবাজারেই

নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি সূচক কমেছে। কিন্তু এ দুই পুঁজিবাজারে কমেছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবারের (২৪ আগস্ট) পুঁজিবাজারের পরিস্থিতি এমনই দেখা গেছে।

 

ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে হাজার ২৮০ দশমিক ০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ০৮ পয়েন্ট বেড়ে হাজার ১৩০ দশমিক ৪৯ পয়েন্টে এবং ডিএসইএস দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে হাজার ৩৬৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

 লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৭০ লাখ টাকার। সেই হিসাবে লেনদেন কমেছে ২০ কোটি ২২ লাখ টাকার।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, বিপরীতে  কমেছে ৭১টির আর অপরিবর্তিত থাকে ১৬৪টির।

 

ওদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএএসপিআই দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ দশমিক ১৭ পয়েন্টে, সিএসসিএক্স দশমিক ৩৩ পয়েন্ট সিএসআই দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০১ দশমিক ৮৮ পয়েন্টে হাজার ১৭১ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৭ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়ালেও সিএসই-৫০ সূচকটি শূন্য দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬ কোটি ৮৯ লাখ টাকার। সে হিসাবে ১৯ কোটি ০৮ লাখ টাকার শেয়ার কম লেনদেন হয়েছে।

 শেয়ার লেনদেনে অংশ নেওয়া ১৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত থাকে ৬৬টির।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর