দেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ দেখতে চায় জাতিসংঘ। আভ্যন্তরীণ বিষয় হওয়ায় বিরোধী দলের পক্ষ থেকে (বিএনপি) প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক ইস্যূ নিয়ে জাতিসংঘের কোনও বক্তব্য বা মাথাব্যথা নেই।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলকে এ কথা জানিয়েছে জাতিসংসের ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশান-২ নম্বরে গোয়েন লুইসের বাসভবনে এ বৈঠক হয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে পক্ষ থেকে জাতিসংঘকে বলেছি- আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। যে নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন- নির্বাচনটা যত প্রতিযোগিতামূলক হবে, তত দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। বিএনপির মতো বড় দল আসুক, সেটাই চাই আমরা। কিন্ত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জোরাজুরি করতে পারি না।
বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের জানান, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাদের (বিএনপি) অধিকার। এটা কোনো সুযোগ বা দয়ার দান নয়। বড় দল, নৈতিক অধিকার থেকে তারা নির্বাচনে আসবে বলে আমরা আশা করি।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
বিডি/এন/এমকে