মন্তব্য
করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরা বেন। এক টুইট বার্তায় মোদি নিজেই জানিয়েছেন যে, তার মা বৃহস্পতিবার ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে ৯৯ বছর বয়সী হিরা বেন করোনাভাইরাসের কোন ভ্যাকসিন গ্রহণ করেছেন তা জানা যায়নি।
যারা এখন ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত তাদের সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘এই খবর জানাতে পেরে আমি বেশ আনন্দিত যে, আজ আমার মা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে, আপনাদের চারপাশে যারা ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত তাদের ভ্যাকসিন নেয়ার জন্য উৎসাহ দিন।’