২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নর্বিাচনে প্রভাব খাটানোর অভিযোগে
বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। এদিন আদালতে এসে আত্মসমর্পণ করেন ট্রাম্প। এরপর তাকে
কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর ২০ মিনিট পরই তাকে ছেড়ে দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া
পাওয়ার পর নিউজার্সিতে ফিরে যান। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায়
ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তিনি আত্মসমর্পণ
করেন। আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ
করা হয়েছে ২ লাখ ডলার।
কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া
হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে ফের আসতে বলা হয়েছে তাকে।
বুধবার (২৩ আগস্ট) ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এ মামলার
অন্য আসামিরা আত্মসমর্পণ করেন। নতুন অভিযোগের কারণে ট্রাম্পসহ ১৯ জনকে ২৫ আগস্ট দুপুরের
মধ্যে আত্মসমর্পণ করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
আরআই