বাংলাদেশিদের নিয়ে সালমান খানের পোস্ট

রবি
২৫ অগাস্ট ২০২৩

বাংলাদেশের পেক্ষাগৃহে আজ শক্রবার মুক্ত পেল সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। এ সিনেমা মুক্তি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সালমান খান।

 

আজ বেলা সিাড়ে ১১টার দিকে সালমান খানের ফেসবুক পেজে দেখা গেল বাংলাদেশের নাম। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘তৈরি হয়ে যাও, অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে।’

 

 সালমান খানের দেওয়া ওই পোস্ট মুহূর্তেই আলোচনার শীর্ষে চলে আসে। মন্তব্যের ঘর পূর্ণ হয়ে ওঠে বাংলাদেশি ভক্ত আর শুভাকাঙ্খীদের ভালোবাসা আর শুভকামনায়।

 

বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির চার মাস পর আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

 

ভারতীয় এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্স। এ সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর