মন্তব্য
রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার প্রতিবাদে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালাচ্ছে
ইউক্রেন। বৃহস্পতিবার রাতভর রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে
ইউক্রেন। তবে ইউক্রেনের ছোড়া ৪২টি ড্রোনই ধংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
শুক্রবার (২৫ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর
জানিয়েছেঘ। খবর আল জাজিরার।
এক টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ক্রিমিয়ায় গুলি
করে ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আর তড়িৎ–চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করে ৩৩টি ড্রোন প্রতিহত
করা হয়েছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
তবে এর প্রতিক্রিয়ায় কিছুই জানায়নি ইউক্রেন।
আরআইগগগগগ