নিজের জন্মদিনে বাবা হওয়ার সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ওপেনার
নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে এমন সুখবর দারুণভাবে উজ্জীবিত করবে
শান্তকে।
নিজের সন্তান হওয়া ও জন্মদিগনের বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল
পেজে একটি পোস্টে শান্ত নিজেই জানিয়েছেন।
ওই পোস্টে শান্ত লিখেছেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে সৃষ্টিকর্তা আমাকে
একটি ছেলে সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মা ও সন্তান উভয়ই ভালো আছেন। আমার পরিবারের
জন্য সবাই দোয়া করবেন।’
২০২০ সালের ১১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না
জুটি। শান্তর সাথে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান
বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।
আরআই