নিজের জন্মদিনে বাবা হলেন শান্ত

রবিউল ইসলাম
২৫ অগাস্ট ২০২৩

নিজের জন্মদিনে বাবা হওয়ার সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ওপেনার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে এমন সুখবর দারুণভাবে উজ্জীবিত করবে শান্তকে।

 

নিজের সন্তান হওয়া ও জন্মদিগনের বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্টে শান্ত নিজেই জানিয়েছেন।

 

ওই পোস্টে শান্ত লিখেছেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে সৃষ্টিকর্তা আমাকে একটি ছেলে সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মা ও সন্তান উভয়ই ভালো আছেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’

 

২০২০ সালের ১১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সাথে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর