রহস্যের জট উন্মোচন করলেন সাকিব

রবি
২৫ অগাস্ট ২০২৩

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সাকিব আল হাসান। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি আর খেলব না। কে খেলবে জানাচ্ছি…।’ তার এমন পোস্ট ঘিরে গুঞ্জন ওঠে- অবসরই নিলেন কিনা। সামাজিক মাধ্যমে করা এ পোস্টের বিষয়টি আজ খোলাসা করেছেন সাকিব।

 

নিজের পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপের টিকেটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ!’

 

ক’দিন বাদেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এরপরই রয়েছে বিশ্ব ক্রিকেটের সেরা আসর ওয়ানডে বিশ্বকাপ। তামিম ইকবাল অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ায় দলের দায়িত্ব উঠেছে সাকিব আল হাসানের কাঁধে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর ধরে খেলছেন সাকিব। তার এ অভিজ্ঞতা এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে সহায়তা করবে বলে আশা করছে ভক্তরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর