মারা গেলেন রেসলার ব্রে ওয়াট

রবিউল ইসলাম
২৫ অগাস্ট ২০২৩

জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট মারা গেছেন। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যুর খবর জানিয়েছে ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক।

 

জানা গেছে, গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রে ওয়াট। শারীরিক অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি রেসলিং থেকেও দূরে ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ রেসলারের। তবে কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি।

 

ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও  নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দু’জনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।

 

 

ইএসপিএন/আরআই


মন্তব্য
জেলার খবর