প্রিগোজিনের মৃত্যুতে চেচেন নেতার আবেগঘন বার্তা

রবিউল ইসলাম
২৫ অগাস্ট ২০২৩

সম্প্রতি ভাড়াটে সরবারহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

 

ওয়াগনার প্রধানকে বন্ধু ‍হিসেবে উল্লেখ করে এক টেলিগ্রাম বার্তায় শুক্রবার তিনি লিখেছেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে বন্ধু ছিলাম। আমরা প্রায়ই একসাথে অনেক কঠিন সমস্যার সমাধান করেছি। তিনি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন এবং সত্যিকার অর্থে মনের অন্তর্স্থল থেকে সাহায্য করেছেন।

 

কাদিরভ আরও জানিয়েছেন, প্রিগোজিনের কিছু ব্যক্তিগত উচ্চাকাঙ্খা ছিল, ‘যেগুলো থেকে তাকে আপাতত নিবৃত থাকতে বলেছিলেন তিনি। জাতীয় গুরুত্বের স্বার্থে আমি তাকে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে বলেছিলাম। সবকিছু পরবর্তীতে করা যেত। কিন্তু তিনি এরকমই ছিলেন।’

 

তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রিগোজিন যে অবদান রেখেছেন সেটির প্রশংসা করেছেন কাদিরভ। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে তিনি অনেক অবদান রেখেছেন এবং তার এ কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তার মৃত্যু পুরো দেশের জন্য বড় ক্ষতি।’

 

বিমান বিধ্বস্তে প্রিগোজিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর