মহারাণী স্বর্ণময়ী গ্রন্থের মোড়ক উন্মোচন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে লেখক গবেষক  প্রভাষক আবু হেনা মুস্তফা রচিত মহারাণী স্বর্ণময়ী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মহারণী স্বর্ণময়ী' ১২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৫ আগস্ট) উপজেলা বণিক সমিতি কার্যালয়ে মুক্ত আলোচনা সভা হয়। মহারাণী স্বর্ণময়ী' পূর্ণাঙ্গ জীবনী নিয়ে বাঙালা ভাষায় বিরচিত গ্রন্থটির মোড়ক সেখানেই উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনকালে মহারাণী স্বর্ণময়ীর জীবন কর্মের ওপর আলোকপাত করেন লেখক গবেষক  প্রভাষক আবু হেনা মুস্তফা। মহারাণী স্বর্ণময়ীর বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য দেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গভা ও উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবব্রত রায় প্রমুখ।   

এদিকে উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠুর সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম- (উলিপুর)  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  অধ্যাপক এম মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা প্রমুখ।

 

বিডি/রোকন সরকার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর