তিস্তার পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের রাস্তা, পানিবন্দি হচ্ছে মানুষ

নীলফামারী প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৩

নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এতে ভোগান্তি পড়তে হচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের।

ডিমলা উপজেলার ছাতুনাম, ভেন্ডাবাড়ী পূর্ব ছাতুনাম কেল্লাপাড়া ঘুরে দেখা গেছে, এসব এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছোটখাতা এলাকায় হাজারো লোকের চলাচলের রাস্তাটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে চলাচলের জন্য বেছে নিয়েছে ডিঙি নৌকা। অপর দিকে পানির নিচে তলিয়ে পড়ছে মৌসুমি ফসল ধান শাক-সবজ্বি।

ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১০টি গ্রাম, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, শোলমারী ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫টি গ্রামের বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে।

তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, তিস্তার পানি শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৬টায় ৫২ মিটার দশমিক ১২, দুপুর ১২টায় ৫২ মিটার দশমিক ১৮ সেন্টিমিটার সন্ধ্যা ৬টায় ৫২ মিটার দশমিক ২৭ সেন্টিমিটার লেবেলে প্রবাহিত হয়েছে। এখানে বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম।

ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের এরশাদুল ইসলাম জানান, পানি একটু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাট, ফসলি জমি তলিয়ে যায়। চলাচলের একমাত্র বাহন নৌকা। ছাতুনামা গ্রামের আসমা খাতুন জানান, পানি বাড়তেছে। বাড়ির আঙিনায় পানি উঠতেছে। কেল্লাপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমাদের উঠানে পানি প্রবেশ করেছে। চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

ছোটখাতা গ্রামের শামীম ইসলাম জানান, কয়েক হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এর আগের বন্যায় কয়েক একর জমির ফলন নষ্ট হয়ে গেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আসফা-উদ-দৌল্লাহ বলেন, নিম্নাঞ্চল এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। উজানের পানি হ্রাস পেলে ভারী বৃষ্টিপাত না হলে পানি কমতে পারে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর