যেভাবে ত্বকের যত্ন নেন আলিয়া ভাট

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৩

প্রাকৃতিকভাবেই সুন্দর ও উজ্জ্বল হওয়ার জন্য বেশ প্রশংসা পান বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন আগে কন্যা সন্তানের মা হয়েও তার সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি। কারণ ত্বকের যত্নে সবসময়ই খুব সহজ কিছু কৌশল অনুসরণ করেন আলিয়া।


আলিয়া জানান, তিনি তার মিশ্র ধরনের ত্বকের জন্য বাড়তি যত্ন নিয়ে থাকেন। তার তৈলাক্ত, আবার কখনও শুষ্ক। কাজের ফাঁকে ফাঁকেই সামান্য সময় বের করে ত্বকের যত্ন নেন তিনি। যেমন সকালে ঘুম থেকে উঠে ত্বকের বাড়তি তেল দূর করেত ত্বক সামান্য ভিজিয়ে মিনিটখানেক ম্যাসাজ করে নেন। ম্যাসাজ করার জন্য ব্যবহার করেন ছোট্ট একটি যন্ত্র। শুটিং না থাকলে জিমে যান আলিয়া। এর আগে মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে টোনার ও সিরাম ব্যবহার করেন। 


উজ্জ্বল ত্বকের জন্য প্রচুর শাকসবজি ও ফল রাখেন খাবার তালিকায়। এছাড়া নিজেকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করেন এই অভিনেত্রী। ত্বক টানটান রাখতে বরফ ম্যাসাজ করেন আলিয়া।


আলিয়া ভাট ত্বকের জন্য মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করেন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ও ব্রণ কমায়। এছাড়া ত্বক উজ্জ্বল ও নরম রাখে। ১ টেবিল চামচ মুলতানি মাটি, আধা চা চামচ চন্দনের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন। না শুকানো পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখেন। এছাড়া তিনি মুলতানি মাটির সঙ্গে পাকা পেঁপে মিশিয়েও প্যাক তৈরি করেন।


তথ্য: হিন্দুস্তান টাইম


মন্তব্য
জেলার খবর