ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ নারী শ্রমিক নিহত

রবি
২৬ অগাস্ট ২০২৩

ভারতের কেরালায় একটি জিপ খাদে পড়ে আটজন নিহত হযেছেন। নিহতের সবাই নারী। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাজ্যের ওয়েনাদ জেলার থালাপ্পুঝার কাছে কান্নোথমালা গ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকেলে চা বাগানের কাজ শেষে ১৪ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। শ্রমিকদের অধিকাংশই নারী। পথিমধ্যে কান্নোথমালা এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আট শ্রমিক মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন পাঁচজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আটজন মারা যান। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ছাড়া তিনি নিজে জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে টুইট করেছেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর