মন্তব্য
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় একটি ভ্যানগাড়ি থেকে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম ওজনের সোনার বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। বারগুলোর দাম আনুমানিক ৫৮ লাখ টাকা।
ফারুক হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সোনা চোরাচালানের গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা এলাকায় অভিযান চালায়।
এ সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণের বার পাওয়া হয়। এ ঘটনায় ফারুক হোসেনের নামে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে