সিলেটে যুবদলের মিছিলে পটকাবাজি, অটোরিকশাচালক আটক

সিলেট প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৩

সিলেটে যুবদলের কালো পতাকা মিছিলে পটকা ফুটানোর অভিযোগে এক  ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জিলানি (২৬), তিনি নগরীর মজুমদার পাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র ও পেশায় অটোরিকশার চালক।

জানা যায়, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর রেজিস্টারী মাঠ থেকে মিছিল বের করে সিলেট মহানগর বিএনপি।

এর আগে এ কর্মসূচিতে যোগ দিতে সিলেট জেলা যুবদলের একটি মিছিল রেজিস্টারী মাঠের দিকে আসছিল। পথে নাগরি চত্বরের (সুরমা পয়েন্ট) সামনে হঠাৎ প্রচন্ড শব্দ শুনতে পায় সবাই।

মুহূর্তেই ঘটনাস্থলে কালো ধোয়া উড়তে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করেন। বিকট শব্দের পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  ওই ব্যক্তিকে আটক করে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিত ভাবে ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনা তদন্ত করে দেখার দাবী জানান।

সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, পটকা ফুটানোর অভিযোগে একজনকে আটক করো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর