নেপালে ভয়াবহ দূর্ঘটনা থেকে বাঁচলেন মিম

২৭ জুলাই ২০১৬


পাহাড় চাপা থেকে প্রাণে বাঁচলেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। অনন্য মামুনের পরিচালনায় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার জন্য নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন মিমসহ পুরো শুটিং ইউনিট। সেখানেই মঙ্গলবার ঘটে গেল এক বিপত্তি। পাহাড় চাপা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিমসহ আরও অনেকে।


ঘটনার বর্ণনা পাওয়া গেছে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া মিমের ফেসবুক স্ট্যাটাসে।


মিম স্ট্যাটাসে লিখেছেন, 'আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাটমান্ডু থেকে পোখরা যাবার সময় হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে পাহড়ি ধসে পড়া শুরু করল। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের গায়ের উপর এসে পড়বে! আর এই প্রথম এরকমটা দেখতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। এখনো হাত-পা কাঁপছে।'


`আমি তোমার হতে চাই` সিনেমাতে মিমের নায়ক বাপ্পি। এটি এ জুটির তৃতীয় সিনেমা। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।


বাংলাদেশ২৪অনলাইন/আরআই


মন্তব্য
জেলার খবর