ইসি গঠনের খসড়া আইন অনুমোদন

১৭ জানুয়ারী ২০২২

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত খসড়া আইনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী দুই-তিন দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং হবে আইনটি, শেষে সংসদে পেশ হবে। নতুন কমিশন এ আইনের আওতায় হতে পারে। তাছাড়া আগের কমিশনগুলোর অনুমোদন দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

অনুমোদন করা ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন-২০২২’ খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন হবে। রাষ্ট্রপতির কাছে সুপারিশসহ নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবেন তারা। রাষ্ট্রপতি এ সুপারিশের আলোকে নিয়োগ প্রদান করবেন। তিনি জানান, সার্চ কমিটি হবে ছয় সদস্যের। এতে প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পিএসসি চেয়ারম্যান মনোনীত একজন পিএসসি সদস্য, অডিটর অ্যান্ড কম্পোটোলার জেনারেল মনোনীত একজন এবং রাষ্ট্রপতি মনোনীত দুই জন বিশিষ্ট নাগরিক থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সিইসি বা ইসি হিসেবে নিয়োগ পেতে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৫০ বছর, সরকারি-আধা সরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর