স্থগিত হওয়া তিন বোর্ডের পরীক্ষা আগামীকাল রোববার (২৭ আগস্ট) থেকে শুরু
হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের
অধীনে এ পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।
অন্যসব বোর্ড থেকে ১০ দিন পার শুরু হওয়া তিন বোর্ডের এ পরীক্ষায় ৩ লাখ ৫৩
হাজার ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এ তিন বোর্ড ছাড়া বাকি ৮ বোর্ডের পরীক্ষায়
শুরু হয়েছিল গত ১৭ আগস্ট।
জানা গেছে, রোববার (২৭ আগস্ট) আলিম পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষার
মাধ্যমে পরীক্ষা শুরু করবেন। এদিন এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান
নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান,
এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান-২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান-১
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরআই