এশিয়া কাপের পরিকল্পণা নিয়ে যা বললেন সাকিব

রবিউল ইসলাম
২৬ অগাস্ট ২০২৩

আর দু’দিন বাদেই পর্দা নামতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আসর এশিয়া কাপের। এশিয়া কাপকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

 

সাকিব বলেন, ‘সবার আগে আমাদের ভাবনা হচ্ছে, প্রথম দুটো ম্যাচ খেলতে হবে। জিততে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন নয়, একবারেই কোথায় যাব সেটা ভাবছি। প্রতিটি ম্যাচ নিয়ে চিন্তা করব এবং সেভাবেই প্রস্তুতি নেব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।’

 

স্কোয়াড নিয়ে সাকিব বলেন, ‘কোচ বলেছেন খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর খোঁজ নিয়েছি, সবাই প্রস্তুত। আমার কাছে মনে হয়েছে, যে ধরণের প্রস্তুতি ও স্কোয়াড আছে, তা নিয়ে আমরা অনেকদূর যেতে পারব।’

 

এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার (২৭ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিন দিনের প্রস্তুতি শেষে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের এশিয়া কাপ মিশন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর